চট্টগ্রামে বিদেশি অস্ত্রসহ ইউপিডিএফের ২ সদস্য গ্রেফতার

অস্ত্রসহ ইউপিডিএফের ২ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ থানাধীন বালুছড়া এলাকা থেকে বিদেশী অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফের দুই পাহাড়ি সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ভোরে বান্দরবান থেকে খাগড়াছড়িতে অস্ত্র নেওয়ার পথে বালুছড়া চেকপোস্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করে বায়জিদ থানা পুলিশ।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে চারটি বিদেশি অস্ত্র, চারটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সভাপতি শ্যামল কান্তি চাকমা ওরফে জলেয়া চাকমা তুরুর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

গ্রেফতার দুই ইউপিডিএফ কর্মী হলো- রাঙামাটি জেলার বাঘাইছড়ি মারিশ্যা তুলাবান এলাকার আনন্দ তালুকদারের ছেলে প্রকাশ তালুকদার (২৯) ও বিলাইছড়ির গবাইছড়ি এলাকার বুদ্ধিধন চাকমার ছেলে জনপ্রিয় চাকমাওরফে প্রিয় চাকমা (৩০)।

গ্রেফতার দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে বায়জিদ থানায় মামলা দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, বালুচড়া চেকপোস্ট থেকে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চারটি বিদেশি অস্ত্র, চারটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন