[caption id="attachment_58167" align="aligncenter" width="648"]
বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা[/caption]
পূর্ব-আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা আর নেই। ৫৫ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যুবরণ করেছেন তিনি।
দেশটির সরকারের এক বিবৃতির ভিত্তিতে মঙ্গলবার (৯ জুন) রাতে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিবৃতিতে জানানো হয়, অসুস্থতাবোধ করায় শনিবার (৬ জুন) প্রেসিডেন্ট কুরুনজিজাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার উন্নতিও হয়েছিল তার। তবে সোমবার (৮ জুন) কার্ডিয়াক অ্যারেস্ট করলে চেষ্টার পরও তাকে আর বাঁচানো যায়নি।
২০১৫ সালে বুরুন্ডির ক্ষমতায় আসেন তিনি। ১৫ বছর ক্ষমতায় থাকার পর গত আগস্টে তার মেয়াদ শেষ হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত