চট্টগ্রামের তামাকুমন্ডি লেইন বণিক কল্যাণ সমিতির সভাপতির ইন্তেকাল

নিহত শামসুল আলম

চট্টগ্রাম : বন্দরনগরী চট্টগ্রামের তামাকুমন্ডি লেইন বণিক কল্যাণ সমিতির সভাপতি সামশুল আলম (৬২) নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। শামসুল আলমের বাড়ি সাতকানিয়া উপজেলায়। তিনি দুই মেয়ে ও দুই ছেলের জনক ছিলেন।

মঙ্গলবার (১৬ জুন) ভোর সাড়ে ৬টার দিকে পাঁচলাইশ থানা এলাকার সার্জিস্কোপ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরো পড়ুন : মধ্যরাত থেকে উত্তর কাট্টলী ওয়ার্ডে লকডাউন কার্যকর
আরো পড়ুন : কোতোয়ালী থানায় ০১৮৭০৭০০৭০০ নম্বরে ফোন করলেই মিলবে ওষুধ

নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, তিনি আগে থেকেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন। সম্প্রতি দুর্ঘটনাবশত তিনি পায়ে আঘাত পান। রোববার (১৪ জুন) রাত আড়াইটার দিকে শামসুল আলমের উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যায়, সাথে ছিল শ্বাসকষ্টও।

সেই রাতেই তাকে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে (ইউএসটিসি) ভর্তি করানো হয়। পরে তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন হলে সার্জিস্কোপ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুতে তামাকুমন্ডি লেইন বণিক সমিতি, টেরিবাজার ব্যবসায়ী সমিতিসহ চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন শোক জানিয়েছেন।

শেয়ার করুন