বান্দরবানে নির্বাহী ম্যাজিস্ট্রেসহ ৮ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি

বান্দরবান : জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আটজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বুধবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা।

তিনি জানান, নতুন করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৮জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৩ জনে। আক্রান্তদের মধ্যে সদরেই সবচেয়ে বেশি। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩১ জন। মানুষের অসচেতনতায় বাড়ছে আক্রান্তের সংখ্যা বলে জানান সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, মঙ্গলবার রাতে কক্সবাজারের পিসিআর ল্যাবের রিপোর্টে বান্দরবান জেলায় নতুন করে আরও আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সদরে সাত এবং নাইক্ষ্যংছড়িতে একজন।

আরো পড়ুন : চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালের চিকিৎসকের মৃত্যু
আরো পড়ুন : করোনা রোগীর সেবায় অনীহা, চসিকের ১০ চিকিৎসককে অব্যাহতি

আক্রান্তরা হলেন- সদরে জেলা প্রশাসনের ২৭ বছরের এক নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের ১৫ বছরের মেয়ে, ডিসির সিএ, স্বাস্থ্য অফিসের কর্মচারী, মারমা সম্প্রদায়ের এক, বালাঘাটার ২৩ বছরের একজন, পাঁচ বছরের এক শিশু এবং নাইক্ষ্যংছড়ির ২৬ বছরের এক যুবক।