ফটিকছড়ি অনলাইন সাংবাদিক ফোরামের মতবিনিময়

ফটিকছড়ি অনলাইন সাংবাদিক ফোরামের মতবিনিময়

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলায় কর্মরত অনলাইন সাংবাদিকদের সংগঠন ফটিকছড়ি অনলাইন সাংবাদিক ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত।

শুক্রবার (১৯ জুন) সকাল ১০টায় ফটিকছড়ি অনলাইন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মাসিক ফটিকছড়ি সংবাদের সম্পাদক, সাংবাদিক নেতা আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে ফটিকছড়িস্থ অফিসে ফটিকছড়ি অনলাইন সাংবাদিক ফোরামের সদস্য সচিব গনডাক ক্রাইম ডটকমের সম্পাদক এইচ.এম সাইফুদ্দীনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মাসিক ফটিকছড়ি সংবাদের ভূজপুর প্রতিনিধি সংবাদকর্মী ওমর ফারুক ঈশানকে দাঁতমারা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য কর্তৃক হয়রানি করার জন্য থানায় মিথ্যা অভিযোগ দায়ের করায় ফটিকছড়ি অনলাইন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সাংবাদিক নেতা আহমদ আলী চৌধুরী বলেন, এসব দূর্নীতিবাজ ইউপি সদস্যা শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে। তিনি বলেন, থানায় অভিযোগ দিয়ে দুর্নীতি ঢাকা যাবে না। থানায় অভিযোগ দিয়ে সংবাদ কর্মীদের দমিয়ে রাখা যাবে না।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক দৈনিক আমাদের নতুন সময়ের ফটিকছড়ি প্রতিনিধি এম.শাহ নেওয়াজ নাজিম,চট্টলা নিউজ ২৪ ডটকমের সাইফুল ইসলাম।

যুগ্ম সদস্য সচিব খালেদ শাহাজাহান, সদস্য সমন্বয়কারী কর্ণফুলী টিভির ফটিকছড়ি প্রতিনিধি আখতারুজ্জামান রুবেল। সদস্যের মধ্যে উপস্থিত ছিলে তাকবীর নিউজের সম্পাদক মোঃ আহমদ বাবর, মাসিক ফটিকছড়ি সংবাদ ও গণডাক ক্রাইমের ওমর ফারুক ইশান, দৈনিক চট্টগ্রাম বার্তার রিপোর্টার মোঃ সালাউদ্দীন মুন্না, দৈনিক ফটিকছড়ির মোঃ রিয়াজুল আলম ও গণডাক ক্রাইম ডটকমের প্রতিনিধি মোঃ আহমদ উল্লাহ প্রমূখ।