[caption id="attachment_42248" align="aligncenter" width="619"]
বন্দুকযুদ্ধ[/caption]
চট্টগ্রাম : মহানগরীর ইপিজেড থানার বেড়িবাঁধ এলাকায় র্যাবের সঙ্গে গুলি বিনিময়ের পর অজ্ঞাত এক মাদক কারবারির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন, একটি এলজি ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানান র্যাব-৭ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ।
আরো পড়ুন : চলে গেলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী
আরো পড়ুন : ফিটনেসবিহীন যানবাহন ১ জুলাই থেকে আর চলবে না
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন বেড়িবাঁধ এলাকায় অভিযানে যায় র্যাবের একটি দল। এ সময় অস্ত্রধারী মাদক কারবারিরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাব পাল্টা গুলি চালালে অস্ত্রধারীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে ২৫ বছর বয়সী এক মাদক কারবারির লাশ পাওয়া গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে ঘটনাস্থল তল্লাশি করে এক লাখ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও ম্যগজিন, একটি এলজি এবং ৬ রাউন্ড গুলি পাওয়া গেছে বলে জানান র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত