খাগড়াছড়িতে করোনার উপসর্গ নিয়ে আনসার সদস্যের মৃত্যু

করোনা

খাগড়াছড়ি : দীঘিনালা উপজেলায় মরণব্যাধী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। মৃত আনসার সদস্যের নাম আবদুস সাত্তার (৫৩)। তিনি ৩২ ইবি দীঘিনালা জোনের আওতাধীন ২৩ আনসার জামতলী ব্যাটালিয়নের নায়েক পদে কর্মরত ছিলেন। তার বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার চতুরাডঙ্গী গ্রামে।

সোমবার (২২ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

আরো পড়ুন : মুক্তিযোদ্ধাদেরকে সিএমএইচে চিকিৎসার দাবীতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
আরো পড়ুন : অটুট মনোবল নিয়ে করোনাকে হারালেন সিএমপি কমিশনার

দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা তদন্ত তালুকদার জানান, ১৭ জুন করোনা উপসর্গ দেখা দেয়ায় দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়। তবে রিপোর্ট এখনও আসেনি। রিপোর্ট পাওয়ার পর তিনি করোনা আক্রান্ত ছিল কিনা জানা যাবে?

২৩ আনসার জামতলী ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সোমবার সকালে আনসার সদস্য আবদুস সাত্তারের তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। তাৎক্ষণিক ব্যাটালিয়ন সদরের অন্য সদস্যরা দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

আবদুস সাত্তার আগে থেকেই শ্বাসকষ্টের রোগী ছিলেন। গত এক সপ্তাহ আগে ১৫ দিনের ছুটি শেষ করে ব্যাটালিয়ন সদরে যোগদান করেন। এর পর তিনি কোয়ারেন্টিনে ছিলেন।