গোপন নগ্ন ছবি ছড়িয়ে দেয়া ঠেকাতে একটি নতুন অপশন যুক্ত করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
বুধবার (৫ এপ্রিল) থেকে এই অপশন যুক্ত করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ফেসবুক।
নতুন এই অপশন অনুযায়ী, ফেসবুক কর্তৃক ব্লক হওয়া কোনো নগ্ন ছবি পুনরায় কেউ শত্রুতা করে শেয়ার করলে তা ম্যাচিং করে ফেসবুক সফটওয়ার অটোমেটিক ডিলিট করবে।
একই সঙ্গে শেয়ারকারীর একাউন্ড সাসপেন্ড করে দেয়া হবে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক এই ধরনের ছবির নাম দিয়েছে ‘প্রতিশোধ পর্ন’।
প্রেম ভেঙে যাওয়ার পর প্রেমিকার নগ্ন ছবি ছড়িয়ে দেয় প্রেমিক। এই ছবিগুলো ফেসবুক একবার ব্লক করার পরে আবারও শেয়ার দেয়া হলে তা ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে ব্লক করবে। বন্ধ করে দেয়া হবে ওই শেয়ারকারীর একাউন্টও।
ফেসবুক জানিয়েছে, এমন ব্লক ছবির ক্ষেত্রে ব্যবহারকারী ‘ন্যুড ফটো অব মি’ নামে একটি অপশন পাবেন। সেটাতে মার্ক করে সাবমিট করতে হবে।
ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ব্যবহারকারীরাও এই সুবিধা ভোগ করতে পারবেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত