দুই কনটেইনারে আনা ৪ ট্রাক পণ্য আটক বন্দরে

ফাইল ছবি

চট্টগ্রাম: ২২ লাখ টাকার শুল্ক ফাঁকির চালান গোপন সংবাদের ভিত্তিতে আটক করেছে বন্দরের নিরাপত্তা বিভাগ।

বুধবার (২৪ জুন) ওভার ফ্লো ইয়ার্ডে দুই কনটেইনারে আনা পণ্য চারটি ট্রাকে তোলার সময় আটক করা হয়। আমদানি পণ্য কাস্টমস কর্মকর্তারা অ্যাসেসমেন্ট করার পরই শুল্ক পরিশোধ করে ছাড় করা হয়। মাত্র ১০ শতাংশ পণ্য চালান পরীক্ষা করতে পারে কাস্টমস কর্মকর্তারা। বাকি চালান ঘোষণা অনুযায়ী শুল্ক পরিশোধ করে নিয়ে যান আমদানিকারকেরা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (নিরাপত্তা) মেজর রেজাউল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বন্দরের ওভার ফ্লো ইয়ার্ড থেকে কনটেইনার খুলে ট্রাকে তুলে পণ্য ছাড়ের আগেই কাগজপত্র যাচাই করে সেগুলো আটক করা হয়েছে। আমদানিকারকের ঘোষণা ছিল ‘সেলফ অ্যাডহেসিভ ভিনাইল ইন রোল’ কিন্তু পাওয়া গেছে ‘পিভিসি ব্যানার শিট’।

তিনি বলেন, আমরা কাস্টম হাউস কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। বর্তমানে চালানটি বন্দরের নিরাপত্তা হেফাজতে রয়েছে।

সূত্র জানায়, ঢাকার গাজীপুরের জয়দেবপুরের আমদানিকারক মেসার্স জহিরুল ইন্টারন্যাশনালের নামে চালানটি বন্দরে এসেছিলো।

আটক চালানের বিষয়টি খতিয়ে দেখছে কাস্টম হাউস কর্তৃপক্ষ।

শেয়ার করুন