
কক্সবাজার : গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ডিবি পুলিশের একটি দল রামুর চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজার জামে মসজিদের সামনে রাস্তার উপর শুকনো মরিচের ব্যাগের ভিতর করে ইয়াবা পাচারের সময় ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ঘটনায় আটক হয়েছে একজন।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছেন, বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টায় পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের নির্দেশে উক্ত অভিযান পরিচালিত হয়।
ধৃত আসামি হচ্ছে মহেশখালীর ৮নং শাপলাপুর ইউনিয়নের বারইয়া পাড়ার অলি আহমদের পুত্র রিয়াজ উদ্দিন (৩১)।
উপরোক্ত ঘটনায় রামু থানায় মামলা দায়ের করা হয়েছে।