[caption id="attachment_58926" align="aligncenter" width="576"]
...[/caption]
ঢাকা: বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জের ফরাশগঞ্জ ঘাটে যাত্রীবাহী লঞ্চ ডুবে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও প্রায় ৫০ জনের মতো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
সোমবার (২৯ জুন) বেলা ১২টার দিকে ফায়ার সার্ভিসের উপ পরিচালক হাফিজুর রহমান এ তথ্য জানিয়ে বলেন মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ধারণা করা হচ্ছে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন ওই লঞ্চে। এরমধ্যে নিখোঁজ হয়ে যান প্রায় ৭০ জন। তা থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এরইমধ্যে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত