
চট্টগ্রাম : মহানগর ছাত্রদল নেতা মীর সাদেক অভির হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান।
মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর ছাত্রদ নেতা মীর সাদেক অভি মাদক সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হওয়ার এক সপ্তাহ অতিবাহিত হলেও খুনীরা এখনও গ্রেফতার না হওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন আব্দুল্লাহ আল নোমান।
আরো পড়ুন : পাহাড় কাটার অভিযোগ : পুলিশ কর্মকর্তাকে ৬ লাখ টাকা জরিমানা
আরো পড়ুন : নতুন গ্যাস সংযোগ পাচ্ছেন চট্টগ্রামের লক্ষাধিক হবু গ্রাহক
আব্দুল্লাহ আল নোমান বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় নৃশংসভাবে হত্যার শিকার হয়েছে মেধাবী ছাত্রনেতা অভি। এই হত্যাকান্ডই প্রমাণ করে সরকার মাদক এবং মাদক সন্ত্রাসীদের নির্মূলে সম্পূর্ণ ভাবে ব্যর্থ।
তিনি বলেন, দেশে আইনের শাসন নেই বলে সরকার দলীয় নেতাদের আশ্রয় পশ্রয়ে লালিত পালিত এই মাদক সন্ত্রাসীরা দিনের আলোতে মানুষ খুন করছে এবং প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার হচ্ছে না। এতে মাদক সন্ত্রাসীরা দিন দিন আরও বেপরোয়া হয় যাচ্ছে। দেশের মমানুষ অন্যায়ের প্রতিবাদ করলে হয়তো লাশ না হয় জেলে যেতে হচ্ছে।
পরিশেষে তিনি মীর সাদেক অভি আত্মার মাগফিরাত কামনা করেন,পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং অভি হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।