
চট্টগ্রাম : ইয়াবা বিক্রি করতে এসে হাটহাজারী থানাধীন বড়দীঘির পাড় এলাকা থেকে আটক হয়েছে মোহাম্মদ সোহেল (১৯) নামে এক যুবক।
রোববার (৫ জুলাই) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তাকে আটক করে হয়। আটক মোহাম্মদ সোহেল চন্দনাইশ থানাধীন সাতবাড়িয়া এলাকার মোহাম্মদ সোলেমানের ছেলে।
তার কাছ থেকে ২ হাজার ১১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক মোহাম্মদ সোহেল একজন খুচরা ইয়াবা বিক্রেতা বলে জানিয়েছে র্যাব।
আরো পড়ুন : করোনায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজির মৃত্যু
আরো পড়ুন : হাটহাজারীতে করোনা রোগীর সেবায় ফ্রি অ্যাম্বুলেন্স উদ্বোধন
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, বড়দীঘির পাড় এলাকায় র্যাবের গাড়ি দেখে পালানোর চেষ্টাকালে মোহাম্মদ সোহেল নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ২ হাজার ১১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদ সোহেল দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন। তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মামুন।