পার্বত্য চট্টগ্রামে বৈসাবি উৎসবে কুজেন্দ্র লাল ত্রিপুরার এমপি
পুরাতনকে ধুয়ে-মুছে পাহাড়ে শান্তি-সম্প্রীতি ঐক্যের আহবান

শংকর চৌধুরী, খাগড়াছড়ি প্রতিনিধি : চৈত্রের শেষে পাহাড়ে শুরু হয়েছে জুম পোড়ানো মৌসুম। পুরাতন বছরের সকল অপ্রাপ্তিকে ধুয়ে মুছে নতুন দিনের শুভসূচনায়, কোকিলের কুহুকুহু ডাকে পাহাড়ে ফিরে আসে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী উৎসব বৈসাবি।

ত্রিপুরারা এই উৎসবকে বলেন, বৈসুক, মারমাদের সাংগ্রাই আর চাকমারা বলেন বিজু। ঐতিহ্যবাহী বিজু উৎসবে পাহাড়জুড়ে আনন্দের বন্যা বইছে। সাজসাজ রব, যেন নতুন সাজে সেজেছে প্রকৃতির তিন বরপুত্র।

রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক সকল ক্ষেত্রে প্রভাব বিস্তার করে বৈসাবি। উৎসব একইসাথে সাক্ষ্য দিয়ে যায় পাহাড়ের যুগান্তরের স্বকীয় সমাজ সাংস্কৃতিক চেতনার উপস্থিতি। রাস্তায় রাস্তায়, দেওয়ালে দেওয়ালে স্থানীয় শিশু-কিশোর-যুবকেরা লিখতে থাকে “বৈসাবি মানে উৎসব, বৈসাবি মানে আনন্দ, বৈসাবি মানে চেতনা” কিশোরী-যুবতী কিংবা রমণীরা ভালোবাসেন নিজস্ব ঐতিহ্যবাহী অলংকার আর পোশাকের উজ্জ্বল স্বাতন্ত্রে নিজেদের সাজাতে।

পাহাড়ি জনগোষ্ঠীর প্রাণের উৎসব “বৈসাবি” উপলক্ষে খাগড়াছড়িতে শুরু হয়েছে ২০দিন ব্যাপী বৈসাবি মেলা ।
শুক্রবার (৭ এপ্রিল) খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান, ডিজিএফআই অধিনায়ক কর্ণেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, সদর জোন কমান্ডার লে. কর্ণেল জি এম সোহাগ, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার মো. আলী আহমেদ খান, খাগড়াছড়ি রিজিয়নের ষ্টাফ অফিসার মেজর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, নিগার সুলতানা ও শতরূপা চাকমাসহ বিশিষ্ট ব্যক্তিরা। এতে প্রদর্শন করা হয় বিভিন্ন জাতি গোষ্ঠীর ঐতিহ্যবাহী ডিসপ্লে ।

এদিকে বৈসু, সাংগ্রাই, বিজু (বৈসাবি) এবং বাংলা নববর্ষ ১৪২৪ বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপনের লক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ উদ্যোগে ১১ এপ্রিল জেলা পরিষদ চত্তর থেকে বর্ণাঢ্য শোভা যাত্রা উদ্বোধন ও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী গড়াইয়া নৃত্য, পানি খেলার আয়োজন করা হয়েছে। বিভিন্ন সেক্টরে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণীজন সংর্বধনাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে উৎসবজুড়ে।

শেয়ার করুন