বান্দরবানে ৬ হত্যা মামলায় একজন গ্রেফতার

গ্রেফতার

বান্দরবান জেলা সদরের রাজবিলা এলাকার বাঘমারা এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের ৬ নেতাকর্মী হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি’র মূল গ্রুপের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তি সুশান্ত চাকমা (৪০)। সে বান্দরবানের রাজবিলা ১নম্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যোগেশ কারবারি পাড়ার পুতুল চন্দ্র চাকমার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা য়ায় ,গত ৭ জুলাই বান্দরবানের বাঘমারা এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের ৬ নেতাকর্মী হত্যার ঘটনায় সংগঠনের সাধারণ সম্পাদক উবামং মার্মা বাদী হয়ে বান্দরবান সদর থানায় জেএসএস সন্তু লারমা গ্রুপের ১০জনের নামে এবং অজ্ঞাত আরো ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অপরাধে সুশান্ত চাকমাকে গ্রেফতার করে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম চৌধুরী বলেন, আমরা অভিযান চালিয়ে ৬ হত্যাকান্ডের ঘটনায় আসামি হিসেবে সুশান্ত চাকমা নামের একজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি।

ওসি আরো জানান, হত্যাকান্ডের ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন