আইসিসি সভাপতি হওয়ার তাড়া নেই: সৌরভ

সৌরভ গাঙ্গুলি

চলতি মাসের শুরুতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সভাপতি পদ থেকে পদত্যাগ করেন শশাঙ্ক মনোহর। এরপর থেকে আইসিসির পরবর্তী সভাপতি পদের জন্য জোর নাম উঠছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলির। এছাড়াও সাবেক অজি ক্রিকেটার ডেভিড গাওয়ার এবং প্রোটিয়া ক্রিকেট বোর্ডের পরিচালক গ্রায়েম স্মিথ সৌরভের নেতৃত্বগুণ সামনে এনে তাকে সমর্থন জানিয়েছিলেন। ফলে সৌরভই হবেন পরবর্তী আইসিসি সভাপতি, এমন গুঞ্জন সামনে আসছিল।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ জানিয়েছেন, আইসিসির সভাপতি পদ পাওয়ার জন্য এই মুহূর্তে কোনো তাড়া অনুভব করছেন না তিনি। জীবনের বাকী সময়ও ক্রিকেটে থাকবেন বলে পরেও এই সুযোগ পাবেন আশা করে সৌরভ আরও জানিয়েছেন, তিনি বয়সে এখনো তরুণ। আর আইসিসির সভাপতি পদ এমন এক সম্মান যা জীবনে একবার পেলেই হলো।

ইন্ডিয়া টুডে’তে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘আইসিসির সভাপতি পদের জন্য বয়সে অনেক তরুণ আমি। আর আমি তো বিসিসিআইয়ের সভাপতি পদে আজীবন থাকবো না। তবে ক্রিকেটের সঙ্গে আজীবন থাকবো। আমার তাই এখন কোনো তাড়া নেই। এইসব পদে দায়িত্ব জীবনে একবার পেলেই সেটি অনেক বড় সম্মানের।’

এদিকে সৌরভ এখন আইসিসি সভাপতি হতে হলে বিসিসিআইয়ের সর্বোচ্চ পদ থেকে সরে যেতে হবে। আইসিসির সর্বশেষ নিয়মানুযায়ী, একইসঙ্গে বোর্ড এবং আইসিসিতে সভাপতির দায়িত্ব পালন করা যাবে না। তবে বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী একই সঙ্গে দুটি পদেই থাকা সম্ভব। আর তাই সৌরভের আইসিসির সভাপতি পদে দায়িত্ব নেওয়ার জন্য নিজ দেশের বোর্ডের সবার মতামত খুব জরুরী বলে মনে করেন তিনি।

সৌরভ বলেন, ‘আপনি যদি একজন স্বাধীন আইসিসি চেয়ারম্যান হন, তাহলে নিজ দেশের বোর্ডের দায়িত্ব ছেড়ে দিতে হবে। এটা আর আগের মতো নেই যে, আপনি একসঙ্গে দুই পদেই থাকতে পারবেন। এই পরিবর্তনটা আইসিসি করেছে, বিসিসিআই নয়। আমাদের বোর্ডের এখনও দুই পদে থাকার অনুমতি রয়েছে। কিন্তু আইসিসি সেটার অনুমতি দেয় না।’

এরপর তিনি আরও যোগ করেন, ‘আমি জানি না, এখন এই মাঝপথে বিসিসিআই ছেড়ে যাওয়া ঠিক হবে কি না অথবা ছাড়তে দেওয়া হবে কি না। তাই আমি আসলেই জানি না। আর আপনি আইসিসি বা এসিসি যেখানে যান না কেন, আপনি কিন্তু আপনার বোর্ডকে প্রতিনিধিত্ব করবেন। তাই সিদ্ধান্ত সবার পক্ষ থেকেই আসা উচিত।’

শেয়ার করুন