[caption id="attachment_59590" align="aligncenter" width="720"]
মো. মিজানুর রহমান[/caption]
চট্টগ্রাম : করোনায় কেড়ে নিলো সিএমপি'র আরো এক সম্মুখ যোদ্ধাকে। মহামারি করোনার কাছে হার মানলেন মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ কমিশনার মো. মিজানুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এই চৌকশ কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবুর রহমান।
সোমবার (১৩ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
আরো পড়ুন : সিএমপিতে ২টি অক্সিজেন কনসেনট্রেটর দিলো নাভানা গ্রুপ
আরো পড়ুন : খাগড়াছড়িতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মির্জা সায়েম মাহমুদ জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৮ জুন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন সিএমপির নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ- কমিশনার মিজানুর রহমান।
'সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।'
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমান।
এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত