
চট্টগ্রাম : নগরীর লাভলেইনস্থ হাবিব গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের অফিসে হামলার অভিযোগে ৬ যুবককে গ্রেফতার করেছে নগর পুলিশ। ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে সোমবার তাদের গ্রেফতার করা হয়। আটকরা হলেন-মো. রাসেল প্রকাশ হৃদয়(১৮), মো. নাঈম (১৮), মো. রায়হান হায়দার(১৮), মো. আরিফ হোসেন (১৯), তন্ময় পাল(১৮) ও মো. বেলাল হোসেন আজাদ (১৯)।
আরো পড়ুন : চবির ঝর্ণায় ডুবে মারা গেলেন ছাত্রলীগ নেতা মুন্না
আরো পড়ুন : খাগড়াছড়িতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
এবিষয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, শনিবার মুখে মাস্ক পরে একদল যুবক হাবিব গ্রুপের অফিসে হামলা করে। পরে সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে ৬জনকে আটক করা হয়। আসামীদের মধ্যে তন্ময় পাল (১৮) বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে, শেষ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত শনিবার মাস্ক পরিহিত ৪০-৫০ জনের একটি দল অতর্কিতভাবে এসে প্রতিষ্ঠানটির অফিসের নিচতলার নিরাপত্তাবক্স, রিসেপশন রুম, পুরো ভবনের গ্লাস ও একটি প্রাইভেট কার ভাঙচুর করে।