রিজেন্ট গ্রুপের এমডি গ্রেফতার

রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজ

বিতর্কিত রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে গ্রেফতার করা হয়েছে। তিনি আটক রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের সহযোগী বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় গাজীপুরে কাপাসিয়া থেকে মাসুদকে গ্রেফতার করা হয় বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ জানিয়েছেন।

তিনি বলেন, “মাসুদকে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। সাহেদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও তার (সাহেদ) প্রতারণা কাজের অন্যতম সহযোগী সে।”

করোনাভাইরাস পরীক্ষা না করেই ভুয়া সনদ দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। তখন আটজনকে গ্রেফতার করা হলেও সেদিন থেকে পলাতক ছিলেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ। বুধবার (১৫ জুলাই) ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে অনিয়মের ও প্রতারণার অভিযোগ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে র‌্যাব।

তাতে বলা হয়েছে, “এই হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ নিজেকে ক্লিন ইমেজের ব্যক্তি বলে দাবি করলেও প্রকৃতপক্ষে সে একজন ধুরন্ধর, অর্থলিপ্সু ও পাষণ্ড।”

শেয়ার করুন