স্টকহোমে হামলাকারী পেশায় লরি চালক

সুইডেনের রাজধানী স্টকহোমে রাস্তার পাশে দোকানে ঢুকে পড়া লরি চাপায় চারজন নিহতের ঘটনায় গ্রেফতার ব্যক্তি একজন গাড়ি চালক বলে সুইডিশ পুলিশের ধারণা।

স্থানীয় সময় শুক্রবারের ওই দুর্ঘটনার পর শহরের উত্তর অঞ্চল থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।

সুইডিশ গণমাধ্যমে ‘দুর্ঘটনার’ জন্য ‘দায়ী’ ব্যক্তিকে উজবেকিস্তানের বাসিন্দা বলে প্রকাশ করা হলেও তার নাম পরিচয় বিস্তারিত জানানো হয়নি।

শুক্রবার বেলা ৩টার দিকে স্টকহোমের প্রাণকেন্দ্রে কুইন স্ট্রিটে রাস্তার পাশে ঢুকে পড়ে একটি লরি। এ ঘটনায় চারজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে সুইডিশ পুলিশের বরাত দিয়ে বলছে বিবিসি।

দুর্ঘটনা ঘটানো ওই লরির মধ্যে বিস্ফোরক পাওয়ার কথা স্থানীয় টেলিভিশনে বলা হলেও এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।

সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লফভেন এ ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যায়িত করে বলেছেন, তার দেশ হামলার শিকার হয়েছে।

এদিকে দোকানে ঢুকে পড়া লরিটি ছিনতাই হয়েছিল বলে দাবি করেছেন এর মালিক।

শেয়ার করুন