[caption id="attachment_59801" align="aligncenter" width="701"]
দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির আহমদের জানাজা সম্পন্ন[/caption]
বান্দরবান : বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের শিক্ষক সমাজের অভিভাবক নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির আহমদের জানাজা সম্পন্ন হয়েছে।
রবিবার (১৯ জুলাই) দুপুর ২টায় ঘুমধুম ইউনিয়ন পরিষদের মাঠে জানাজা সম্পন্ন হয়।
আরো পড়ুন : ক্যান্সার আক্রান্ত মেধাবী ছাত্র নয়ন বাঁচতে চায়
আরো পড়ুন : তিন পার্বত্যজেলায় সোয়া ৭ লাখ চারা বিতরণ হবে : বীর বাহাদুর
বৃষ্টি উপেক্ষা করে শত শত মুসল্লি জানাজায় অংশ নেন। জানাজাপূর্বে স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশিষ্টজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ তাঁর জীবনী ও সমাজ সেবা, শিক্ষা ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরে মরহুম জহির আহমদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ, প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর বাহাদুর এমপির নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি মো. খাইরুল বশর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. ইমরান, ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নুরুল হুদা, সাবেক শিক্ষক সাজেদ উল্লাহ্, মিশকাতুন্নবী দাখিল মাদরাসার সুপার মৌ. সলিম উল্লাহ্, অ্যাডভোকেট মোহাম্মদ শাহাজান, অ্যাডভোকেট তারিক আজিজ জামী, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ সহ সর্বস্থরের মানুষ।
উল্লেখ্য, জহির আহমদ গত শনিবার ১৮ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত