সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, বয়ে যেতে পারে ঝড়ো হাওয়ার

ছবি : প্রতীকী

চট্টগ্রাম : দিনভরই থেমে থেমে ছিল বৃষ্টি। আর মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে_এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

রবিবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় পতেঙ্গা আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বার্তায় এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরো পড়ুন : তিন পার্বত্যজেলায় সোয়া ৭ লাখ চারা বিতরণ হবে : বীর বাহাদুর
আরো পড়ুন : বাইশারী-গর্জনিয়া এ সড়কটি যেন মৃত্যুর ফাঁদ!

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টা চট্টগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে মাঝারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে সর্বোচ্চ ৩৫-৪৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

পতেঙ্গা আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল বাংলানিউজকে জানান, রোববার সন্ধ্যা ৬টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫৯ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

তিনি জানান, এই পরিস্থিতিতে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে নদীবন্দরকে ১ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

শেয়ার করুন