
চট্টগ্রাম : নগরীর আকবরশাহ্ থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৫ জুলাই) নগরীর আকবরশাহ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
আরো পড়ুন : নুরন্নবী চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বার্তা
সিরাজগঞ্জের উল্লা পাড়ার আয়াছ প্রমানিকের ছেলে আব্দুল মুন্নাফ (৩০), কুমিল্লার নাঙ্গলকোট থানার গোলাম মোস্তফার ছেলে মোঃ জসিম উদ্দিন (২৬), নোয়াখালীর চরজব্বরের শফি আলমের ছেলে মোঃ সেলিম(৩৫) ও নোয়াখালীর কবিরহাট থানার অহিদ উল্লাহ এর ছেলে মোঃ আফসার(৩৬)। তারা সকলেই নগরীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকেন।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।