দীর্ঘদিন পর এসিল্যান্ড পেল নাইক্ষ্যংছড়ি ভূমি অফিস

সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল হক

বান্দরবান : দীর্ঘদিন পর সহকারী কমিশনার (এসি) পেল ভূমি অফিস। বুধবার (২৯ জুলাই) সকালে সহকারী কমিশনার (ভূমি) পদে মো. আশরাফুল হক নাইক্ষ্যংছড়িতে যোগদান করেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি তার দপ্তরে নবাগত এসিল্যান্ড মো. আশরাফুল হককে ফুল দিয়ে বরণ করে নেন।

আরো পড়ুন : পাহাড়বাসীকে খাদ্যসামগ্রী ও সবজি বীজ উপহার ইউএনডিপির
আরো পড়ুন : ছিনতাইকারী চক্রের ৪ সদস্য ছোরাসহ গ্রেফতার চট্টগ্রামে

পরে উপজেলা নির্বাহী অফিসার নবাগত এসিল্যান্ডকে নাইক্ষ্যংছড়ি উপজেলা ভূমি অফিসে নিয়ে গিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারিরাও নবাগত এসিল্যান্ডকে ফুল দিয়ে স্বাগত জানান।

নবাগত সহকারি কমিশনারকে (ভূমি) ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন নির্বাহী কর্মকর্তা সাদিয়া আরেফিন কচি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি বলেন, দীর্ঘদিন পর ভূমি কাজ নিয়ে অনেক সমস্য মোকাবেলা করতে হয়েছে। তবে দীর্ঘদিন পর হলেও এ উপজেলায় এসিল্যান্ড যোগদান করার ফলে ভূমি অফিসের কাজে গতি ফিরবে। এ ক্ষেত্রে সেবাপ্রার্থীদের ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন।