আজ পবিত্র হজ : লাব্বাইক ধ্বনিতে আরাফাতের পথে হাজিরা

আরাফাতের ময়দানে হাজিরা। ছবি-সংগৃহীত

পবিত্র নগরী মক্কায় আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে পবিত্র হজ। দীর্ঘ ৯০ বছরের ইতিহাসে এই প্রথম সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে হজে অংশ নিতে পারছেন না কেউ। বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস আক্রমণের কারণে এমন ব্যবস্থায় হজ পালিত হচ্ছে সৌদি আরবে। এর আগে বুধবার মাত্র ১০ হাজার হজযাত্রীর পদচারণায় মিনার মাঠে শুরু পবিত্র হজের আনুষ্ঠানিকতা।

মঙ্গলবার সন্ধ্যায় তারা পবিত্র মক্কা নগরী থেকে পাড়ি জমান মিনায়। মিনার খিমায় (তাঁবু) তাদের সবাইকে একত্রে কাটাতে হবে। আজ সারা দিন তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।

আরো পড়ুন : ক্যান্সার আক্রান্ত চসিক কাউন্সিলরের পাশে সিএমপি কমিশনার
আরো পড়ুন : মুজিববর্ষে “বজ্রকণ্ঠ” ভাস্কর্য উদ্বোধন করলেন চসিক মেয়র

বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে তারা মিনা থেকে রওয়ানা দিয়েছেন আরাফাতের ময়দানে। আরফার ময়দানই হল হজের মূল কার্যক্রম। এবারের হজে হাজীদের সব খরচ দিচ্ছে সৌদি আরব সরকার। এবার হজের দ্বিতীয় দিন আরাফাত ময়দানের খুতবা বাংলাসহ ১০টি ভাষায় অনূদিত হবে।

শেয়ার করুন