জাতীয় শোক দিবসে মহানগর মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের মিলাদ মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে শুক্রবার (১৪ আগস্ট) বাদে মাগরিব দারুল ফজল মার্কেটস্থ সংসদের কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন : কক্সবাজার বিমানবন্দরের পাশে ৮৩০ পরিবার উচ্ছেদে নিষেধাজ্ঞা
আরো পড়ুন : চট্টগ্রামের আজমনগর বস্তিতে আগুন, ২ জনের লাশ উদ্ধার

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন দারুল ফজল মার্কেট জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা ফজল আহমদ। সংসদের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদেও সভাপতিত্বে ও সন্তান কমান্ড মহানগর কমিটির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী।

বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, সংসদের ডেপুটি কমান্ডর শহীদুল হক চৌধুরী ছৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার সাংবাদিক মঞ্জুরুল আলম মঞ্জু, সহকারী কমান্ডার এফ.এফ আকবর খান, সহকারী কমান্ডার খোরশেদ আলম (যুদ্ধাহত), বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন চৌধুরী, সৌরিন্দ্র নাথ সেন, দোস্ত মোহাম্মদ, মোঃ ইউসুফ, কামরুল আলম জতু, আহমদ মিয়া, হাজী জাফর আহমদ, হাজী ইউনুচ, মঈনুল হোসেন, হাজী আলী হোসেন, আবুল কালাম, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, সেলিম উল্লাহ, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম সাক্ষী কাজী নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধার সন্তান সাজ্জাদ হোসেন, কাজী মুহাম্মাদ রাজীশ ইমরান, হাসান মোঃ আবু হান্নান, কাজী মাঈনুল রিগ্যান, জুনায়েদ আহমদ, জয়নুদ্দিন জয়, শহীদুল্লাহ কায়সার, শাহানাজ রীমা, সাইকা দোস্ত, নঈমুদ্দিন খান, মনিরুল ইসলাম, মনিরুজ্জামান বিজয়, মাঈনুল সৌরভ, মোঃ জিসান, বাবলু জালালাবাদ, শেখ ফরিদ মিঠু, মিস লিমা, মোঃ বিদ্যুৎ, মোঃ সামিউল, এহতেশামুল হক, মোঃ সাইফুল, জাবেদ পাটোয়ারী, এস.এম আল হাসান প্রমূখ। বক্তারা “জাতির পিতা ও বাংলাদেশ” বিষয়ে গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন