
খাগড়াছড়ি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে, দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শহরের অফিসার্সক্লাব হলরুমে, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আওয়ামী মৎস্যজীবী লীগের জেলা সভাপতি ইমরান হোসেনের (মোল্লা মাসুদ) সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল। বিশেষ অতিথি ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ হোসেন, সহ-সভাপতি ফরিদ উজ্জামান সাধীন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আক্তার হোসেন ও জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা।
আরো পড়ুন : রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন
আরো পড়ুন : জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি সিভাসু পরিবারের শ্রদ্ধা
এসময়, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ খাগড়াছড়ি জেলা শাখার সর্বস্তরের নেত্রীবৃন্দ ও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন এলাকা থেকে আহত দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়।