জনতার রোষানল থেকে বাঁচতে ছোঁড়া গুলিতে আহত ২

প্রতীকী ছবি

চট্টগ্রাম :  হাটহাজারীর দক্ষিণ মার্দাশায় জনতার রোষানল থেকে বাঁচতে লাইসেন্স করা অস্ত্রের গুলিতে দুইজন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে আট করেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. মূছা জানান, জুমার নামাজ শেষে যে যার যার মত বাড়ি ফিরছিল। এ সময় হাটহাজারী উপজেলার দক্ষিণ মার্দাশার মদুনাঘাট এলাকার পশ্চিম পার্শ্বে ব্রাক্ষ্মণ হাট সংলগ্ন আলী আহম্মেদ বাড়ির আবু বক্কর এর ছেলে মামুন ও মনসুরের সাথে একই এলাকার মো. আলীর ছেলে মো. ইরফানের তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে ইরফানের পিতা মো. আলী এ ঘটনার প্রতিবাদ করতে আসলে মামুন ও মনসুর তাকে (ইরফানের পিতা) গুলি করার হুমকি দেয়।

তিনি জানান, গুলি করার হুমকির বিষয়টি মো. আলী এলাকাবাসীদের জানালে তারা ক্ষিপ্ত হয়ে মামুন ও মনসুরের বাড়ি ঘেরাও কারার চেষ্টা করে। এ সময় মামুন ও মনসুর এলাকাবাসীর রোষানল থেকে বাচঁতে লাইসেন্স করা অস্ত্র দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় গুলির স্প্রিণ্টার লেগে এম এ মজিদ চেয়ারম্যান বাড়ির মো. জাকারিয়ার পুত্র সজিব (১৬) ও রাজা সরদারের বাড়ির ওমদা মিয়ার পুত্র রিক্সা চালক মো. আলাউদ্দিন (২১) আহত হয়।

বিষয়টি তাৎক্ষনিকভাবে এলাকাবাসী থানা পুলিশকে অবহিত করলে হাটহাজারী সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল মাহমুদ হাসান ও হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দীন জাহাংগীর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকার উদ্ভূদ্ধ পরিস্থিতি শান্ত করে। ঘটনাস্থল থেকে আবু বক্কর (৬৩),  ফোরকান (৫২), মামুন (৩৩) ও মনসুর (৩৮) থানায় নিয়ে আসে।

তবে বিষয়টি অস্বীকার করে মনসুর এ প্রতিবেদককে জানান, প্রতি শুক্রবারের ন্যায় গ্রামের বাড়ির মসজিদে নামাজ আদায় করে প্রাইভেট সিএনজি অটোরিক্শা নিয়ে বাড়ি ফেরার পথে আমার ছোট ভাই মামুন চালককে বকাবকি করছিল। এ সময় সিএনজি অটোরিক্শা পাশ দিয়ে মো. আলী হেঁটে যাচ্ছিল। চালককে দেওয়া বকাবকি মো. আলী শুনে তিনি মনে করে ছোট ভাই তাকে বকা দিচ্ছে। পরে মো. আলী এলাকার লোকজন নিয়ে আমাদের বসতঘর ঘেরাও করে রাখে। তাদের হাতে থাকা দা, কিরিচ ও লোহার রড দিয়ে আমাদেরকে গণপিঠুনি দিয়ে মেরে ফেলার হুমকিও দেয়। তাই তাদের রোষানল থেকে বাঁচতে আমার বাবা তার নামীয় লাইসেন্স প্রাপ্ত অস্ত্র দিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

বিষয়টি জানতে চাইলে হাটহাজারী সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, এলাকাবাসীর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিক্তিতে ঘটনাস্থলে পৌঁছে উদ্ভূদ্ধ পরিস্থিতি শান্ত করে জনগণের রোষানল থেকে বাচাঁতে অবরুদ্ধ থাকা ৪ জনকে থানায় নিয়ে আসি। এ সময় অস্ত্র ও ছোড়া গুলির খোসাও নিয়ে আসা হয়েছে।

এছাড়া তিনি আরো জানান, নিয়ে আসা অস্ত্রটির আবু বক্কর লাইসেন্স করা আছে বলে জানা গেছে। তবে এ বিষয়টির পাশাপাশি কেন বা কি কারণে এ ঘটনার সূত্রপাত তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীর বক্তব্য শুনার পর তদন্তে বেরিয়ে আসবে এ ঘটনার প্রকৃত কারণ।

শেয়ার করুন