চট্টগ্রামে টানা বৃষ্টিতে বিপর্যস্থ জনজীবন

চট্টগ্রামে টানা বৃষ্টিতে বিপর্যস্থ জনজীবন

চট্টগ্রাম : রাতভরই ঝরছিল ঝিরিঝিরি বৃষ্টি। আর ভোরের ঝুম বৃষ্টিতে নালা-নর্দমা, পথঘাট উপচে নগরীর বিস্তৃর্ণ এলাকা জলমগ্ন হয়ে পরে। বিপর্যস্ত পরে অফিসগামি মানুষ। দুর্ভোগে পরে খেটে খাওয়া মুঠেমজুর। করোনাকালীন স্কুল কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধে শিক্ষার্থীরা ঘরে বসেই পর করছে টানা বর্ষণমুখর সময়টুকু।

টানা বৃষ্টিপাতে হালিশহরের ফইল্যাতলী বাজার, প্রধান সড়ক, এ ব্লক ছধু চৌধুরী রোড়, নয়া বাজার, আগ্রাবাদ ছাড়াও নগরীর নিচু এলাকা বৃষ্টির পানিতে একাকার হয়ে গেছে।

আরো পড়ুন : ডোপ টেস্টে পজিটিভ হলে চাকরি থাকবে না : ডিএমপি কমিশনার
আরো পড়ুন : পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিক্ষোভ খাগড়াছড়িতে

সোমবার (১৭ আগস্ট) সকালের দিকে নগরীর বিভিন্ন জায়গা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

নগরীর ফইল্যাতলী বাজারের পথচারী আতাউর রহমান বলেন, এমনেই তো নগরীতে রাস্তা গুলোর বেহাল দশা, এরই মধ্যে একটু বৃষ্টি হলেই ভোগান্তি আরো বেড়ে যায়। চলাচলে নিদারুন কষ্ট পাচ্ছি আমরা। আমরা আশা করি চসিকের নতুন প্রশাসকের দৃষ্টিগোচর হবে, আমারদের এই ভোগান্তির শেষ হবে। নগরবাসী শান্তি পাবে।

অন্যদিকে নয়াবাজার পোর্টকানেকটিং রোড়ে ওসার খোঁড়াখুঁড়িতে কাদা আর বৃষ্টির পানিতে খানাখন্দ গুলা একাকার হয়ে গেছে। ছোট-বড় যানবাহন হেলে-দুলে চলাচল করছে। যে কোন সময় দুর্ঘটনাও ঘটতে পারে, উড়িয়ে দেওয়া যায় প্রাণহানির আশংকাও।

ট্রাক মুজিবুর রহমান বলেন, অনেক দিন রাস্তার কাজ চলছে। এখনও যানবাহন চলার উপযোগি করতে পারেনি চসিক। আমাদের দাবী সরকার ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের কাছে যেন এই সড়কটি (পোর্টকানেটিং) কাজ দ্রুত সম্পন্ন করেন।

শেয়ার করুন