রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী
পাহাড়জুড়ে বৈসাবি উৎসব নববর্ষের রঙিন আয়োজন

চৌধুরী হারুনুর রশীদ, রাঙ্গামাটি : পার্বত্যঞ্চলে বসবারত উপজাতীদের প্রাণের উৎসব  বিজু, সাংগ্রাইন, বৈসুক, বিষু , বিহু ও নববর্ষে নানা আয়োজনে আনন্দের বন্যা বইছে । উপজাতীয় এ উৎসবকে চাকমারা বিজু, মারমারা সাংগ্রাইন, ত্রিপুরারা বৈসুক, তঞ্চঙ্গ্যারা বিষু এবং অহমিকারা বিহু বলে। পার্বত্য আদিবাসীদের এ প্রাণের উৎসব বিজুকে ঘিরে রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলায় ব্যাপক প্রস্তুতি চলছে পাহাড়দের ঘরে ঘরে। শহরাঞ্চলসহ পাহাড়ি-গ্রাম জুড়ে চলছে উৎসবের আমেজ ও সাজ সাজ রব। চাকমারীতি অনুযায়ী রাঙ্গামাটি শহরেরর রাজবাড়ীঘাটে পানিতে ফুল ভাসিয়ে ফুলবিজু উৎসবের আনুষ্ঠানিকতা শুরু।

পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, সাংগ্রাইন, বৈসুক, বিষু ও বিহু এবং ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচী পালন করা হয়।

জেলা প্রশাসন বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে র‌্যালী পান্তা উৎসব এবং সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া রিজার্ভ বাজার বাংলা নববর্ষ  উদযাপন পরিষদ র‌্যালী ঐতিহ্যবাহি বলিখেলা, মাঝের বস্তিতে প্রতিবছরের ন্যায় র‌্যালী, লটারী ব্যান্ড শো, বৃহত্তর বনরুপা পৌরসভার সামনে র‌্যালী, লটারী ব্যান্ডশো কর্মসুচী ঘোষণা করা হয়।

সংসদ সদস্য ঊষাতন তালুকদার এমপি উদ্ধোধক হিসেবে চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়। বিশেষ অতিথি রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড: মানিকলাল দেওয়ান । অনুষ্ঠানের সভাপত্বি করেন পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা।

ঊষাতন তালুকদার এমপি বলেন, বিজু মানে নতুন জীবন প্রত্যাশা। বিজু মানে নব দিগন্তের চেতনা। বিজুর মাধ্যমে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত হতে পারে। কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে আদিবাসীদের বিজুু নামটি পরর্বিতন করে বৈসাবি নামকরণ হচ্ছে।আমরা সরকারের বিরুদ্ধে নয়, রাষ্ট্রের বিরুদ্ধে নয়, এমনকি স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে নয়। আমরা নিজেদের অধিকারের জন্য সংগ্রাম করতেছি। বাংলাদেশ সরকার জঙ্গী  দমনে যে অক্লান্ত ভাবে যুদ্ধ ও কৌশল অবলম্ভন করে যাচ্ছে তা দেশবাসীর জন্য মঙ্গলময়। তার পাশাপশি পার্বত্য অঞ্চলের জনগনের কথা ভাবতে হবে। পার্বত্য অঞ্চলে বসবাসরত অসহায় ও নিপীড়িত জনগণের দাবী লক্ষ রাখতে হবে।তবেই পার্বত্য অঞ্চলে শান্তি ফিরে আসবে।এছাড়া তিনি আরও বলেন,পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এখনও সেনাশাসন চলছে। নিরীহ জনগন এখন নিজ বসতবাড়িতে  শান্তিতে থাকতে  পারতেছে না। নিজ বসতবাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে পাহাড়ি সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে যে বড় সমস্যা ‘পার্বত্য শান্তি চুক্তি’ বাস্তবায়ন তা শুধু মাত্র জননেত্রী শেখ হাসিনার স্বইচ্ছা থাকলে হবেনা সকল উচ্চ পদস্থ কর্মকর্তা ও দেশবাসীর আগ্রহ বা ইচ্ছা থাকতে হবে। তিনি আরও বলেন, শুধু পার্বত্য চট্টগ্রাম আদিবাসীরা নয় সমতলের আদিবাসীরাও দমন-নিপীড়ন ভাবে বসবাস করতেছে। যা খুবই দু:খ জনক। এছাড়া তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের বিষয়ে সাংবাদিকরাও বিস্তারিত লেখতে পারতেছেনা । প্রচার হচ্ছেনা সঠিক বস্তুনিষ্ট সংবাদ। সাংবাদিকদের হুমকি দিয়ে দমন করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায় বলেন, পুরাতন বছরের পর নতুন বছর চলে আসে। সমতলে বসবাসরত মানুষের মুখে বাংলা নবর্ষের কথা শোনা যায় কিন্তু চৈত্র সংক্রান্তি কথাটি শোনা যায়না।তিনি আরও বলেন ,প্রথাগত আইন  ১৯৫৮ সালে ৩রা মার্চের অধিগ্রহণ আইন সেটির মাধ্যমে রাঙ্গামাটিতে কাপ্তাই বাদ দিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা ও খাগড়াছড়ির কিছু অংশ পানিতে ডুবিয়ে যায় ।প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা  উদ্যোগ নিয়েছেন  পার্বত্য চট্টগ্রামে ভূমি হারা জনগন  তিন ভাগ ক্ষতি পূরণ দেওয়া হবে । যা আমি ব্যক্তিগত পক্ষে একাত্ত¡তা পোষন করি। কিন্তু সেই ভূমি হারা জনগন এখনও সেই ক্ষতি পূরণ পায়নি। প্রধানমন্ত্রী কোনটি প্রথাগত আইন কোনটি লিখিত আইন সেটি তাঁর অজানার বিষয় নয় । পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সরকারকে লিখিতভাবে জানিয়েছে  পাবত্য চট্টগ্রাম বিশেষ আইনের ধারা ও আইন রয়েছে সেগুলো সেই বিশেষ আইনে হতে হবে। কিন্তু এটি যখন  মন্ত্রী সভাতে যায় সেটির বিষয় ভুলে যায়। উপজাতীয়দের নানা বাদ্য বাজিয়ে সংগীত সহকারে শোভাযাত্রাটি রাঙ্গামাটি পৌর প্রাঙ্গন হতে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী স্টেডিয়ামের আশিকা চত্ত¡র গিয়ে শেষ হয়। সকাল সাড়ে আটটা থেকে রাঙ্গামাটি পৌর প্রাঙ্গনে উপজাতী নারী-পুরুষ শোভাযাত্রায় সমবেত হতে থাকে। শোভাযাত্রায় জুম্ম শরনার্থী পুনর্বাসনের দাবিসহ নানা ইস্যু সম্বলিত পোস্টার ও ফেষ্টুন প্রদর্শন করা হয়। আগামী ১৩ এপ্রিল উপজাতীদের ঘরে ঘরে মূলবিজু এবং ১৪ এপ্রিল গোজ্যেপোজ্যেদিন উদযাপিত হবে।

এছাড়া উৎসবকে ঘিরে রাঙ্গামাটিতে বিজু, সাংগ্রাইং, বৈসুক, বিষু, বিহু ২০১৭ উদযাপন কমিটির উদ্যোগে তুমব্র খেলা, বিকাল সাড়ে ৩টায় বলীখেলা ও বিকাল সাড়ে ৫টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ক্রীড়া সংস্থা রাঙ্গামাটি স্টেডিয়ামে সকাল ৯টায় কাবাডি, খো-খো এবং বলী খেলার আয়োজন করে।

শেয়ার করুন