সভায় গণফ্রন্ট চেয়ারম্যান জাকির
ভারতের সাথে দেশের স্বার্থ বিরোধী চুক্তি নয়

চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত সভায় বক্তব্য রাখছেন গণফ্রন্ট চেয়ারম্যান মোঃ জাকির হোসেন। ছবি নয়াবাংলা

চট্টগ্রাম : ‘দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি’ নিয়ে গণফ্রন্ট, চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত এক সভা শনিবার (৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফ্রন্ট চেয়ারম্যান ও জাতীয় কর আইনজীবী সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন।

সভায় প্রধান অতিথির ভাষণে গণফ্রন্ট চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বলেন-‘গণতন্ত্রের স্বার্থে দুর্নীতিবাজদের বর্জন করতে হবে। দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে-অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে সব দলের অংশ গ্রহণের মাধ্যমে একটি নির্বাচনের ব্যবস্থা বর্তমান সরকারকেই নির্বাচন কমিশনের মাধ্যমে করতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে দেশের স্বার্থ বিরোধী চুক্তি করবেন না বলে আমাদের বিশ্বাস। বর্তমান সংসদ বিতর্কিত হলেও বর্তমান প্রধানমন্ত্রীর সময়েই ছিটমহল ও সমুদ্র সমস্যার সমাধান হয়েছে।’

সভায় বক্তব্য রাখেন গণফ্রন্ট প্রেসিডিয়াস মেম্বার এ্যাডভোকেট আজমল হোসেন শিমু। স্ট্যান্ডিং কমিটির সদস্য শরীফুল ইসলাম। উপস্থিত ছিলেন স্ট্যান্ডিং কমিটির সদস্য এ্যডভোকেট কনিকা মাহফুজ আরা, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান, ঢকা মহানগর দ: আহবায়ক আলমগীর হোসেন, যুগ্ম মহাসচিব আঃ আলিম ও প্রমুখ।

গণ ফ্রন্ট চট্টগ্রাম শাখার আহবায়ক সভায় সভাপতিত্ব করেন হাজী মোঃ আব্দুল­াহ।

সভায় ১৫ সদস্য বিশিষ্ট গণফ্রন্টের চট্রগ্রাম মহানগর শাখা গঠন করা হয়। সভাপতি হাজী মোঃ আব্দুল­াহ ও মহাসচিব অধ্যাপক ডাঃ মুহাম্মদ শরিফুল কবির।

শেয়ার করুন