পোস্টার-ব্যানারে শুভেচ্ছা-বন্দনার প্রয়োজন নেই : চসিক প্রশাসক

খোরশেদ আলম সুজন

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব নেয়ার পর নগরীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্থানে যাঁরা পোষ্টার, ফেস্টুন ও ব্যানার সাঁটিয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, এখন থেকে এ ধরণের কাজ থেকে বিরত থাকতে হবে। আমি মাঠ পর্যায়ের সক্রিয় রাজনীতিক। সুখে-দুঃখে নগরবাসীর পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক।

আরো পড়ুন : সিএমপি’র ৮ পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা
আরো পড়ুন : আগামী ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, প্রাণপ্রিয় নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখে যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন তার প্রতিদান দেয়াটাই আমার একমাত্র ব্রত ও কর্তব্য। স্বচ্ছতা, সততা, নিষ্ঠা ও সামর্থ্য উজাড় করে দিয়ে সিটি কর্পোরেশনের সকল জনবলকে গতিশীল, দায়িত্ব ও কর্তব্যে সচেতন করে নগরবাসীর প্রত্যাশা পূরণ করতে চাই। এ জন্য সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতাই কাম্য। অযাযিত বন্দনা কখনো কখনো কর্তব্যচ্যুতির কারণ হয়ে দাঁড়ায়। তাই একজন মাঠের রাজনীতিক হিসেবে এ ব্যাপারে আমি সচেতন। আমি নগরবাসীকে অনুরোধ জানাবো পোস্টার-ব্যানার-ফেস্টুন লাগিয়ে নগরীর প্রাকৃতিক সৌন্দর্যকে শ্রীহীন না করে একটি পরিচ্ছন্ন, সুন্দর এবং মানবিক শহর গড়তে সবাই এগিয়ে আসবেন। পরিচ্ছন্ন নগরী গড়তে নগরবাসীর সহায়তা চেয়েছেন চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন।

শেয়ার করুন