
চট্টগ্রাম : নগরের মুরাদপুর এলাকার এলজিইডি ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স হলে বহুধাপ বিপণন ও বিক্রয় কার্যক্রম (এমএলএম) ট্রেনিং এর আয়োজন করেছে তিয়ানস বাংলাদেশ লিমিটেড নামের একটি (এমএলএম) প্রতিষ্ঠান। দীর্ঘ দেড় বছর ধরে প্রতি শুক্রবার সরকারি এ ভবনে এমএলএম ট্রেনিং এর আয়োজন করে আসছে।
শুক্রবার (৭ এপ্রিল) সকাল এবং বিকালে দুই দফা আয়োজিত এমএলএম ব্যবসার ট্রেনিং এর আয়োজন করা হয়। এতে আমন্ত্রিতদের সামনে লোভনীয় সব ব্যবসায়িক প্ল্যান তুলে ধরা হয়। মূলত নানান কাল্পনিক যুক্তি উপস্থাপনের মাধ্যমে ট্রেনিং এর নামে সাধারণ মানুষের মগজ ধোলাই করা হয়।
এতে তিয়ানসি’র প্লাটিনিয়াম কার্ড হোল্ডার ছাড়াও অর্ধশত লিডার এবং তাদের আমন্ত্রণে কনফারেন্সে অংশগ্রহণ করে প্রায় ছয় শতাধিক কথিত হবু ডিস্ট্রিবিউটর।

জানানো হয় কিভাবে প্রতি সপ্তাহে পাঁচ হাজার ডলার বা চার লাখ টাকা আয় করা যাবে। তিয়ানসিতে কাজ করে কিভাবে বাড়ি গাড়ির মালিক হওয়া যাবে। তবে কিভাবে কোন পদ্ধতিতে বা তিয়ানসি’র কোন পণ্যের মার্কেট মূল্য কত কিংবা কত টাকা লাভে ওইসব পণ্য বিক্রয় করা হয় সেসব বিষয়ে পরিষ্কার কিছু জানানো হয়নি। জানানো হয়নি কিভাবে বাংলাদেশে এসব পণ্য আসে। আর কোন বিশেষজ্ঞের পরামর্শে ক্যালশিয়ামের মতো ঔষধ দেয়া হচ্ছে গ্রহকদের। যে কারণে নানা প্রশ্নের জন্ম দিয়েছে এই ট্রেনিংএ।
কথিত ট্রেনিং এ অংশকারীদের অনেকেই বলছেন-ডেস্টিনি-২০০০ কিংবা ইউনিপে-২ এর ঘাঁ এখনো শুকায়নি। এর মধ্যেই নানা কৌশলে গণজমায়েত করে মূলত: সাধারণ মানুষের মগজ ধোলাই করা হয়। লাখ লাখ টাকা আয়ের অলিক স্বপ্ন দেখানো হয় ট্রেনিংএ। জনমনে প্রশ্ন লাইসেন্স বিহীন এমএলএম কার্যক্রম কিভাবে সরকারি প্রতিষ্ঠানের কনফারেন্স কক্ষে চলে। তবে কি প্রশাসন একেবারেই নিরব-এমন প্রশ্ন ছুঁড়েছেন একাধিক অংশগ্রহণকারী। বিষয়টি এখনই খতিয়ে দেখলে দেশের মানুষ আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবে বলে মনে করে বিশেষজ্ঞরা।