আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় সিএনজি-মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং গুরুতর আহত হয়েছে আরো ৪ জন। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। পালিয়ে গেছে ট্রাক চালক।
বুধবার (১২ এপ্রিল) বিকেল ৪ টায় উপজেলার পিএবি সড়কের শোলকাটা লাবিবা কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্র জানায়, বুধবার বিকেলে কর্ণফুলীর মইজ্যারটেক থেকে আসা পেকুয়াগামী যাত্রীবাহী একটি সিএনজির সাথে বিপরীতমুখি কাঠভর্তি একটি মিনি ট্রাকের (ঝালকাঠি-ড-১১-০০২৫) সংঘর্ষ হয়। এ সময় সিএনজি গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি গাড়িতে থাকা একজন যাত্রী।
গুরুতর আহত হন সিএনজি চালকসহ আরো ৪ জন। আহতদের প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলেও তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে চমেক হাসপাতালে রেফার করেন।
আহতরা হলেন বদরখালীর মো.মুজাহিদ (২৮),আবু সাইয়েদ (২৬) ও মহেশখালীর সোবহান (২৭)। তৎক্ষনাত চালক ও নিহতের নাম জানা যায়নি।
এ ব্যাপারে আনোয়ারা থানার এসআই মো.মোবারক আলী জানান, স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। নিহতের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত