
কক্সবাজার : টেকনাফে ৬০হাজার পিস মরণ নেশার বড়ি ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। পরে ওই মাদক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়। আটক মাদকপাচারকারী খারাংখালী পূর্ব মহেশখালীয়া পাড়ার জালাল আহমদের পুত্র হেলাল উদ্দিন(২৮)।
আরো পড়ুন : প্রকাশনা শিল্প : বাংলাবাজার থেকে কতদূর আন্দরকিল্লা
আরো পড়ুন : কাউন্টারে মিলছে ট্রেনের টিকিট, পাওয়া যাবে অনলাইনেও
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সল হাসান খান (পিএসসি) বলেন, শনিবার (১২ সেপ্টেম্বর) রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ঝিমংখালী বিওপির বিশেষ একটি টহল দল মিনাবাজার-নয়া বাজারের মধ্যবর্তী পয়েন্ট দিয়ে মিয়ানমার হতে ইয়াবার চালান আসার সংবাদ পেয়ে ৫নং স্লুইস গেট পয়েন্টে অবস্থান নেয়। কিছুক্ষণ পর মিয়ানমার থেকে আসা নৌকা হতে নেমে ৩জন ব্যক্তি বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশ সীমান্তে উঠতে চাইলে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করে। তখন পালিয়ে যাওয়ার সময় বিজিবি জওয়ানেরা ধাওয়া করে ১টি ইয়াবার বস্তাসহ খারাংখালী পূর্ব মহেশখালীয়া পাড়ার জালাল আহমদের পুত্র হেলাল উদ্দিনকে (২৮) আটক করে।