মৎস্য চাষে সাবলম্বী হওয়া সম্ভব : জেলা মৎস্য কর্মকর্তা

উপজেলার ২৮টি পুকুরের জন্য বিভিন্ন জাতের পোনা বিতরণ করছেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী

চট্টগ্রাম : মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি_এ প্রতিপাদ্যকে সামনে রেখে সীতাকুণ্ডে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করেছে উপজেলা মৎস্য দপ্তর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির সাড়ে ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী।

আরো পড়ুন : খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাবেন ১ হাজার সরকারি কর্মকর্তা!
আরো পড়ুন : কাজে যোগ্যতার প্রমাণ দিন, যোগ্য আসনে বসানো হবে

উপজেলার ২৮টি পুকুরের জন্য বিভিন্ন জাতের পোনা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমদ, সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলী, রুহুল আমিন, কাজী ছাব্বির আহম্মদ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মৎস্য চাষ বেকারত্ব দূর করে, কর্মসংস্থান সৃষ্টি করে। সর্বোপরি সাবলম্বী হওয়া সম্ভব। তাই মৎস্য সম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশের মাছের উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই।