তুরস্ক থেকে আসছে পেঁয়াজ

ছবি প্রতীকী

পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল ভারত। এতে কিছুটা সাময়িক সমস্যা হলেও গতবারের মতো খারাপ পরিস্থিতির আশংকা নেই_এমনটাই মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়। গেল বছরের তিক্ত অভিজ্ঞতার আলোকে বেশ আগে থেকেই প্রস্তুত ছিল সরকার। এরই ধারাবাহিকতায় তুরস্ক থেকে চলতি মাসেই আসছে পেঁয়াজ। এছাড়াও পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে প্রতি কেজি পেঁয়াজ ৩০ টাকা দরে বিক্রি শুরু করেছে টিসিবি।

এর আগে গত বছরও ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। ফলে দেশে পেঁয়াজের দাম বাড়তে থাকে হু হু করে। সেসময় বাড়তে বাড়তে ৩০০ টাকায় ঠেকেছিল দাম।

আরো পড়ুন : খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাবেন ১ হাজার সরকারি কর্মকর্তা!
আরো পড়ুন : ভাসানচরে রোহিঙ্গা নয়, সন্দ্বীপের নদী ভাঙ্গা উদ্বাস্তুদের পুনর্বাসনের দাবী

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। তবে এদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হয়েছে ১২ মেট্রিক টন। পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করায় বেনাপোলের ওপারে পেট্রাপোলে আটকা পড়েছে পেঁয়াজভর্তি প্রায় ১৫০টি ট্রাক। একই অবস্থা অন্যান্য স্থলবন্দরেও।

ভারতের শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার কিছু নীতিগত পরিবর্তন হওয়ার কারণে পেঁয়াজের রপ্তানি বন্ধ করা হয়েছে।

শেয়ার করুন