সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থানীয়দের ব্যারিকেট

সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থানীয়দের ব্যারিকেট

চট্টগ্রাম : সীতাকুন্ডের সলিমপুর ইউনিয়ন এলাকায় দীর্ঘদিনের চলাচলের সড়ক ফৌজদারহাট ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ বন্ধ করে দেয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেট দিয়েছে ক্ষুব্দ এলাকাবাসী। এসময় ক্যাডেট কলেজের ফটকেও বিক্ষোভ করে বিক্ষুব্দরা।

আরো পড়ুন : হাটহাজারীতে দেশীয় এলজিসহ আটক ১

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিক্ষুব্দ এলাকাবাসি মহাসড়ক ব্যারিকেট দিয়ে সড়কটি খুলে দেয়ার দাবী জানায়।

সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থানীয়দের ব্যারিকেট

খবর পেয়ে স্থানীয় আইন শৃংখলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে ছুটে আসেন। বিরোধীয় দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ জানযটের সৃস্টি হয়। দুর্ভোগে পরে দূরপাল্লার হাজার হাজার যাত্রী সাধারণ।

আরো পড়ুন : আন্দোলনের তোপে শফি পুত্র বহিষ্কার

সরজমিনে দেখা যায়, ভুক্তভোগী কয়েকশ নারি-পুরুষ চেয়ার টেবিল সড়কের উপর রেখে বসে আছে। নারিদের অনেকের কোলে ছোট ছোট শিুশু দেখা যায়।

সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থানীয়দের ব্যারিকেট

ক্ষুব্দ জনৈক মুছা জানান, যে সড়কটি ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ স্থানীয়দের যাতায়াতে বিধিনিষেধ আরোপ করেছে। সড়কটি ওই এলাকায় যাতায়াতের একমাত্র সড়ক হওয়ায় সীমাহীন দুর্ভোগে পরেছে ভুক্তভোগীরা। দীর্ঘ দিন ধরে সড়কটি বন্ধ করে দেয়ার পাঁয়তারা করছে ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ। এতে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়। আজ (বৃহস্পতিবার) সড়কটি বন্ধ করে দিলে সাথে সাথে মহাসড়কে নেমে আসে ভুক্তভোগী স্থানীয়রা।