
বাজারে এসেছে ভারতীয় পেঁয়াজ। আর মিয়ানমার থেকে পেঁয়াজ আসা শুরু করেছে। সাথে সাথে দামও কমছে, ক্রেতাও কমছে পেঁয়াজের বাজারে। ভোক্তাদের উদ্বেগ নেই। সরকার আশা করছে আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে আগের দামেই বিক্রি হবে পেঁয়াজ।
রোববার (২০ সেপ্টেম্বর) দেশব্যাপী বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে কেজি প্রতি প্রায় ১০-১৫ টাকা দাম কমেছে পণ্যটির। আরও দাম কমার অপেক্ষায় ক্রেতা নেই বাজারে।
এছাড়া তুরস্ক, মিসর এবং চীনের পেঁয়াজ এখন বাংলাদেশের পথে। দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান এস আলম ও মেঘনা গ্রুপ দ্রুত পেঁয়াজ আমদানির প্রস্তুতি নিয়েছে।
আরো পড়ুন : গোপনে কমিটি : যমুনায় পদোন্নতি বাণিজ্য!
আরো পড়ুন : তিন সদস্যের প্যানেলে চলবে হাটহাজারী মাদ্রাসা, বাবুনগরী শিক্ষা সচিব
শনিবার হিলি বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ শুরু করে। সন্ধ্যা পর্যন্ত বন্দর দিয়ে ১১ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৮ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে। আটটি ট্রাকে ২১৩ টন পেঁয়াজ এসেছে। ওপারে এখনো আটকে আছে প্রায় ৫০০ টন পেঁয়াজ। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২৫-৩০টি পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।
এছাড়া ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর বিকল্প দেশ হিসেবে মিয়ানমার থেকে আমদানি শুরু হয়েছে। শনিবার মিয়ানমার থেকে প্রায় আড়াই মাস পড় পেঁয়াজের প্রথম চালান এসেছে। দু’টি ট্রলারে করে ৩০ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পেঁয়াজের বাজারে সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে রাতারাতি অস্বাভাবিকভাবে দাম বাড়ানো হয়েছে। গত বছরও একই কায়দায় ফায়দা লুটেছে অসাধু চক্র। এবার বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে প্রতিযোগিতা কমিশন। দেশের বাজারে একচেটিয়া বা মনোপলি ঠেকাতে কাজ করা সরকারের এই প্রতিষ্ঠান চলতি সপ্তাহেই এক সভার আয়োজন করেছে। সভায় বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন, কৃষি মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের ডাকা হবে। চলতি সপ্তাহে এই সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এছাড়া পেঁয়াজের চলমান সঙ্কট নিরসনে এস আলম গ্রুপ মিসর ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া মেঘনা গ্রুপও পেঁয়াজ আমদানি করবে। আগামী সপ্তাহে আমদানি ঋণপত্র খোলা হবে। বাল্ক ক্যারিয়ার জাহাজযোগে এ চালানের পেঁয়াজ আসবে চট্টগ্রাম বন্দরে।
এ বিষয়ে সস্প্রতি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পেঁয়াজের বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে সরকার প্রথম দিন থেকেই নানা উদ্যোগ নিয়েছে। এরমধ্যে মিয়ানমার থেকে পেঁয়াজের একটি চালান এসে পৌঁছেছে। দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্যের ব্যবসায়ীদের দিয়ে পেঁয়াজ আমদানি করানো হবে। ব্যবসায়িক উদ্দেশে বা লাভের জন্য এ পেঁয়াজ আমদানি করা হচ্ছে না। এটি সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যবসায়ীরা করবেন। এসব পেঁয়াজের বেশিরভাগ সরকার কিনে নেবে। তবে টিসিবির বাইরে অন্য মাধ্যমে এসব পেঁয়াজ বিক্রি করা হতে পারে। ইতোমধ্যে অনলাইনে পেঁয়াজ বিক্রির ঘোষণা দিয়েছে টিসিবি। শীঘ্রই অনলাইনে টিসিবির বিক্রি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আশা করছি আমরা পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে পারব।
নগরীর বিভিন্ন খুচরা বাজারে দেশি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে, দেশি কিং বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা কেজি দরে। যা শুক্রবারও ছিল ৯০-১১০ টাকা। অপরদিকে, আমদানি করা ভারতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়, যা গতকাল ছিল ৭০-৮০ টাকা।