[caption id="attachment_61630" align="aligncenter" width="684"]
বীর মুক্তিযুদ্ধা তৈয়ুব উল্লাহ চৌধুরী[/caption]
নাইক্ষ্যংছড়ি : রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী (৭১) আর নেই। বিষয়টি মরহুম তৈয়ুব উল্লাহ চৌধুরীর বড় ছেলে রাসেল চৌধুরী নিশ্চিত করেছেন।
চট্টগ্রামের সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। মৃত্যুকালে তৈয়ব উল্লাহ চৌধুরী স্ত্রী, ২ পুত্র ও অস্ট্রেলিয়া প্রবাসী এক কন্যা সন্তান রেখে যান।
একাত্তরের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈয়ব উল্লাহ চৌধুরী কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা সাবেক ভিপি, কক্সবাজার জেলা জাসদের সভাপতি ও গর্জনিয়া ইউনিয়নের পাঁচবারের সফল চেয়ারম্যান ছিলেন। মরহুম তৈয়ব উল্লাহ চৌধুরী গর্জনিয়ার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান মরহুম সিরাজদৌল্লাহ চৌধুরীর পুত্র ও মরহুম হাকিম মিয়া চৌধুরীর নাতি। কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরীর ভগ্নিপতি।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গর্জনিয়া হাইস্কুল মাঠে মরহুম তৈয়ব উল্লাহ চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে রাসেল চৌধুরী জানিয়েছেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত