কোকেন মামলা
পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরে কোকেন আটকের ঘটনায় র‌্যাবের দেওয়া অভিযোগপত্রটি গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মহানগর হাকিম আবু সালেম মো. নোমান এই আদেশ দেন।

চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ মো. শাহে নুর এই আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী।

র‌্যাবের দেওয়া অভিযোগপত্রে ১০ আসামির মধ্যে নুর মোহাম্মদসহ সাতজন কারাগারে আছেন।  তার ভাই মোস্তাক আহমেদ, ফজলুর রহমান ও বকুল মিয়া পলাতক আছেন। এই তিন পলাতক আসামির বিরুদ্ধেই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

এর আগে ৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী নগর পুলিশের প্রসিকিউশন শাখায় সম্পূরক অভিযোগপত্র জমা দেন। এতে পুলিশের অব্যাহতি দেওয়া নুর মোহাম্মদের পাশাপাশি তার ভাই মোস্তাক আহমেদ খাঁনকেও আসামি করা হয়। পুলিশের অভিযোগপত্রের আটজনসহ সম্পূরক অভিযোগপত্রে মোট আসামি ছিল ১০ জন।

একইদিন বিকেলে সম্পূরক অভিযোগপত্রটি চট্টগ্রাম মহানগর হাকিম হারুন অর রশিদের আদালতে দাখিল করেন নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

অবৈধভাবে তরল কোকেন আমদানির ঘটনায় ওই বছরের ২৮ জুন নগরীর বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনি বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ১(খ) ও ৩৩ (১)/২৫ ধারায় একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন