[caption id="attachment_61782" align="aligncenter" width="648"]
খাগড়াছড়িতে আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে মানববন্ধন[/caption]
খাগড়াছড়ি : আহলে সুন্নত ওয়াল জামাআত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুফতি আলাউদ্দিন জিহাদী বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে আহলে সুন্নত ওয়াল জামাআত খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে শহরের শাপ্লা চত্তরে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাওলানা কাজী আবু তাহের আনসারীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে মাওলানা সালাহ উদ্দিন, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা খাইরুল বশর, মাওলানা ফয়েজ বারী, মাওলানা আলমগীর হোসাইন, মাষ্টার আবু তৈয়ব, আবু এরফান মারুফ ও এডভোকেট আকতার উদ্দিন মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে মুফতি আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে সকল প্রকার ষড়যন্ত্র বন্ধ এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত