সিজেকেএস-নেইল্স অ্যান্ড উড আন্ত:স্কুল দাবা
চ্যাম্পিয়ন গভর্মেন্ট স্কুল ফর দি ব্লাইন্ড

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নেইল্স অ্যান্ড উড্স এর পৃষ্ঠপোষকতায় সিজেকেএস-নেইল্স অ্যান্ড উড্স আন্ত:স্কুল দাবা টুর্ণামেন্ট এ গভর্মেন্ট স্কুল ফর দি ব্লাইন্ড ৫ খেলায় সর্বোচ্চ ৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।  খেলায় ৮ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয় সানোয়ারা ইসলাম বয়েজ কুইন।

এছাড়া পয়েন্ট তালিকায় প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল ৩য় স্থান, সেন্ট প্লাসিড্স রুক দল ৪র্থ স্থান ও বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের কিং দল ৫ম স্থান অর্জন করে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১টায় খেলাশেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, স্পন্সর নেইলস্ এন্ড উড্স এর স্বত্বাধিকারী মো: ইকরামুল হক, সিজেকেএস নির্বাহী সদস্য ও দাবা কমিটির চেয়ারম্যান জাহেদুল ইসলামের সভাপতিত্বে এবং দাবা কমিটির সম্পাদক তনিমা পারভীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, শাহজাদা আলম, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, একেএম আবদুল হান্নান আকবর, মো: অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সিজেকএস কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, প্রবীন কুমার ঘোষ, মাহমুদুর রহমান মাহবুব, মো: মোরশেদুল আলম, রাশেদুর রহমান মিলন, দাবা কমিটির যুগ্ম-সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, সদস্য মোঃ মহসিন জামান পাপ্পু, সৈয়দ আব্দুল আহাদ, নাসির হাসান, টিংকু বড়ুয়া, মোঃ আলী কায়ছার, কামরুল ইসলাম প্রমূখ।

এ টুর্নামেন্টে আরবিটর হিসেবে দায়িত্ব পালন করেন দাবা কমিটির সদস্য এস এম তারেক। এই টুর্নামেন্টে মোট ৩৭টি স্কুল দলের ২২২ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।

শেয়ার করুন