সমাবেশে বক্তারা
মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার

সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখছেন নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ। ছবি সংগৃহীত

চট্টগ্রাম : ‘চসিক মেয়র নিজের ব্যর্থতা ঢাকতে কাউন্সিলরসহ নানাজনকে দিয়ে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গণের শীর্ষ নেতা সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যাচারে লিপ্ত হয়েছেন।  জনগণের দৃষ্টি মূল সংকট থেকে ভিন্নখাতে প্রবাহিত করতে তারা এ কাজ করে চলেছেন। ’

বৃহস্পতিবার(১৩ এপ্রিল) ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নিয়াজ আহমদের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ মামুনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সদস্য ও পাহাড়তলী থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার মিয়া। বিশেষ অতিথি ছিলেন-আকবরশাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আধ্যাপক আসলাম হোসেন, প্রধান বক্তা ছিলেন নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ।

বক্তারা বলেন, মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামবাসীর কাছে বিগত পঞ্চাশ বছরের পরীক্ষিত নেতা। চট্টগ্রামের আঞ্চলিক স্বার্থবিরোধী যত কর্মকাণ্ড হয়েছে তিনি তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। বিদ্যুৎ, পানি, গ্যাস, ভ্যাট, বন্দর ও  শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করে করে তিনি রাজনৈতিক পর্যায়ের শীর্ষে উঠে এসেছেন। এই দীর্ঘসময়ে তিনি যেমন জনগণের বিপুল ভালোবাসা ও সম্মান পেয়েছেন, তেমনি স্বার্থান্বেষী মহলের রোষানলে পড়েছেন। কিন্তু জীবনে কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি।

সমাবেশে বক্তব্য রাখেন মোজাফফর আহমদ মাছুম, ফয়েজ আহমেদ, এম. শওকত আলী, আনোয়ার হোসেন, এম.আউয়াল বিপ্লব, ফেরদৌস খোকন, সেলিম সেকান্দর, মহানগর যুবলীগের সদস্য এস.এম সাইদ সুমন, হোসেন সরওয়ার্দী, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ নাথ দেবু, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আজিজুর রহমান আজিজ, মনোয়ার হোসেন নোবেল, মো. জসিম, মো. রাজু, মো. বাসেত, মো. রিফাত, মো. সাগর হোসেন, মো. শাহীন প্রমুখ।

শেয়ার করুন