‘পুঁজিপতিদের হাতে তুলে দেয়ার স্বার্থে রাষ্ট্রীয় পাটকল বন্ধ’

জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গণতান্ত্রিক বাম জোটের সমাবেশ

চট্টগ্রাম: পুঁজিপতিদের হাতে তুলে দেয়ার স্বার্থে রাষ্ট্রীয় পাটকল বন্ধ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক বাম জোট। একই সাথে রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, পিপিপি বা লিজ নয় আধুনিকায়ন করে রাষ্ট্রীয় পাটকল চালু, শ্রমিকদের ৬ সপ্তাহের বেতন, ঈদুল আজহার বোনাস ও এরিয়া বিল প্রদান ও বদলি শ্রমিক স্থায়ী করার জোর দাবি জানায় দলটি।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক পথ সমাবেশে এমন দাবি জানান বক্তারা।

আরো পড়ুন: প্রাকৃতিক সম্পদ রক্ষা পেলে দেশের প্রবৃদ্ধিও বাড়বে

বক্তারা বলেন, পাটকল বন্ধ হলে শুধুমাত্র ৫০ হাজার পাটকল শ্রমিকরাই ক্ষতিগ্রস্থ হবে না, এর সাথে ৪০ লাখ পাটচাষী ও পাট চাষের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবেযুক্ত ৪ কোটি মানুষও ক্ষতিগ্রস্থ হবে। ক্ষতিগ্রস্থ হবে দেশের জাতীয় অর্থনীতি। পাট বাংলাদেশের একটি স্থায়ী শিল্পের ভিত্তি রচনা করেছিল। যার কাঁচামাল দেশে উৎপাদিত হয়। দেশের চাহিদা পূরণ করে যা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। পাট ও পাটজাত পণ্যের সম্ভাবনা যখন দুনিয়াব্যাপী বাড়ছে, পাটের চাহিদা ও বাজার যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাড়ছে তখন পাটখাত দেশে-বিদেশি পুঁজিপতিদের হাতে তুলে দেয়ার স্বার্থে রাষ্ট্রীয় পাটকল বন্ধ করা হচ্ছে।

বক্তারা আরো বলেন, আধুনিকায়ন করে ছয়মাসের মধ্যে পুনরায় পাটকল চালু করার কথা বলা হলেও সম্প্রতি পাটমন্ত্রী বললেন, ৯৯ বছরের জন্য ব্যবসায়ীদের লিজ দেওয়া হবে। তাছাড়া যে পিপিবি বা লিজের কথা বলা হচ্ছে তা বাস্তবে বেসরকারীকরণেরই ছদ্মনাম। এর মাধ্যমে জনগণের সম্পদ পাটকল ও পাটকলের জমিসহ ২৫ হাজার কোটি টাকার সম্পত্তি ব্যক্তিমালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ১২০০ কোটি টাকা ব্যয়ে যেখানে রাষ্ট্রায়ত্ত্ব পাটকলগুলোকে আধুনিকায়ন করে লাভজনক করা যেত, সেখানে ৬ হাজার কোটি টাকা ব্যয় করে পাটকল বন্ধ করার সিদ্ধান্ত দেশি বিদেশি পুঁজিপতিদের স্বার্থেই নেওয়া হয়েছে।

তারা বলেন, সরকার সম্পূর্ণ গায়ের জোরে স্বেচ্ছাচারী কায়দায় একতরফাভাবে রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। অথচ বন্ধ করার সময় বলা হয়েছিল তিনদিনের মধ্যে শ্রমিকদের বকেয়া টাকার হিসাব ও সেপ্টেম্বরের মধ্যে সমস্ত পাওনা পরিশোধ করা হবে। কিন্তু সেপ্টেম্বর মাস শেষ হতে চললেও অল্প কিছু শ্রমিক ছাড়া কাউকে বকেয়া বেতন পরিশোধ করা হয়নি।

বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক কমরেড অশোক সাহা, গনসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমি, বাসদ জেলা কমিটির সদস্য মহিন উদ্দিন ও সিপিবি জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অমৃত বড়ুয়া। সমাবেশ পরিচালনা করেন বাসদ নেতা রায়হান উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন