প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের

প্রধানমন্ত্রীর জন্মদিন পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর দারুল ফজল মার্কেটস্থ সংসদের কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাহফিল পরিচালনা করেন দারুল ফজল মার্কেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজল আহমদ।

আরো পড়ুন : আগামী ডিসেম্বরে শেখ হাসিনা–নরেন্দ্র মোদির বৈঠক
আরো পড়ুন : বিশ্ব শান্তির অগ্রদূত, বিশ্ব মানবতার জননী শেখ হাসিনা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদেও সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুর।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ মাহমুদ ইসহাক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, আকবর শাহ থানার ডেপুটি কমান্ডার নুর উদ্দিন, যুদ্ধকালীন কমান্ডার রাখাল চন্দ্র ঘোষ, সাবেক মন্ত্রী মরহুম জহুর আহমেদ চৌধুরীর সন্তান শরফুদ্দিন চৌধুরী রাজু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরান, সদস্য আশরাফুল হক চৌধুরী, হাসান মো. আবু হান্নান, বায়েজিদ সন্তান কমান্ডের সদস্য সচিব জাবেদ পাটওয়ারী, সাবেক ছাত্রলীগ নেতা শাহাজান সেলিম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জীবদ্দশায় ও তাঁদের শেষ যাত্রায় রাষ্ট্রীয় সম্মান প্রদানের মাধ্যমে শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সর্বোচ্চ সম্মান জানিয়েছেন। তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষেত্র তৈরী করেছেন। এখন বিশ্ব নেতারাও জননেত্রী শেখ হাসিনাকে সমিহ করেন।

শেয়ার করুন