[caption id="attachment_62332" align="aligncenter" width="725"]
তিন ছিনতাইকারী[/caption]
চট্টগ্রাম : নগরের বায়েজিদ থানাধীন চা বোর্ডের সামনে ছিনতাইয়ের ঘটনার পর অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) পুলিশের পক্ষ থেকে তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন, নগদ ৩ হাজার টাকা, একটি অস্ত্র, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি ছোরা, ২০০ পিস ইয়াবা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তিন ছিনতাইকারী হলো- মো. সাহেদুল ইসলাম (২৫), মো. শাকিল হোসেন প্রকাশ রনি (২১) ও মো. সোহেল রানা (২২)।
এদের মধ্যে মো. সাহেদুল ইসলামের বিরুদ্ধে চারটি মামলা ও মো. শাকিল হোসেন প্রকাশ রনির বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত