বৈশাখের সন্ধ্যায় একান্তে শাকিব-অপু

অনেক ঝক্কি-ঝামেলার পর শাকিব-অপু মিলেছেন এ মোহনায়। বাংলা বছরের প্রথম দিনে অর্থাৎ পহেলা বৈশাখের সন্ধ্যায় এই তারকা দম্পতি একান্ত কিছু সময় কাটিয়েছেন রাজধানীর একটি অভিজাত হোটেলে।

এসময় শাকিব অপুর কোলজুড়ে আলোকিত করেছিল তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়।

সব মিলিয়ে এবারের বৈশাখটা অন্য রকম কেটেছে শাকিব-অপুর। শাকিব বলেছেন, এত দিন আমি কারও ছেলে ছিলাম, এবার আমি নিজে বাবা। সন্তানের সঙ্গে বাংলা নববর্ষ পালন করছি, যে এরই মধ্যে মহাতারকা হয়ে গেছে। এই ভালোলাগা ভাষায় প্রকাশ করা যাবে না।`

অপু বিশ্বাস বলেন, `স্বামী-সন্তান নিয়ে এই প্রথমবার আনন্দের সাথে বৈশাখী সন্ধ্যা কাটালাম। আশা করছি জীবনটা ভালোবাসায় কেটে যাবে।`

শেয়ার করুন