এবারের পহেলা বৈশাখে ইলিশ খাবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দেশের মানুষকে ইলিশ না খাওয়ারও আহ্বান জানিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন সূত্রে জানা গেছে, আজ পহেলা বৈশাখের দিনে ইলিশ খাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর খাবার তালিকা ছিলো একটু ব্যতিক্রম। ভাতের বদলে খিচুড়ি খেয়েছেন তিনি। ইলিশের বদলে মুরগির মাংস খেয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক গণভবনে কর্মরত প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র জানায়, খিচুড়ি, মুরগির মাংস, সবজি ও বেগুন ভাজা দিয়ে শুক্রবার দুপুরের খাবার খেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত