
দেশব্যাপী চলমান ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে মশাল মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় মশাল মিছিলটি শুরু হয়ে জয় বাংলা ভাস্কর্যের সামনে শেষ হয়। মিছিলে একাত্মতা পোষণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল বাম ধারার ছাত্রসংগঠনগুলো।
মিছিল শেষে জয় বাংলা ভাষ্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়। বক্তারা ধর্ষণের জন্য সরকারের আইন ও বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করে বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই এবং দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকদের বিচার কার্যকরের দাবী জানাচ্ছি।
বক্তারা বলেন, “বাংলাদেশে বর্তমানে ধর্ষণ একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পাহাড় থেকে সমতল কোথাও নারীরা নিরাপদ নয়। সরকারের আইন ব্যবস্থার চরম অবনতিই ধর্ষণ বেড়ে যাওয়ার প্রধান কারণ।”
সমাবেশে বক্তব্য রাখেন চবি সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম, চবি ছাত্র ইউনিয়ন সংসদের সভাপতি গৌরচাঁদ ঠাকুর, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চবি শাখার সাধারণ সম্পাদক সায়মা আক্তার নিশু, পাহাড়ি ছাত্র পরিষদ (জেএসএস) এর সাধারণ সম্পাদক শ্রাবণ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ (ইউপিডিএফ) এর নেতা রোনাল চাকমা, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রোজিনা বেগম।